চৈত্রের খরতাপে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

|

চৈত্র মাসের কাঠফাটা রোদ্রের তাবদাহের মধ্যেই ঢাকায় হলো তুমুল বৃষ্টি। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটা নাগাদ মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও পড়েছে শিলা।

গত কয়েকদিন ঢাকাসহ প্রায় সারাদেশেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। কোথাও কোথাও বইছিল মৃদু তাপপ্রবাহ। এর মধ্যে আজ সকাল থেকে ঢাকার আকাশে মেঘ থাকলেও তীব্র গরম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরই নেমে আসে স্বস্তির বর্ষণ।

অবশ্য আবহাওয়া অধিদফতর পূর্বাভাস ছিল, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমায় রোজাদারদের জন্য তা যেন আশীর্বাদ হয়ে এলো।

তুমুল বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও পথে-ঘাটে থাকা নগরবাসী ভোগান্তিতে পড়েছেন। অনেকে নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজেই যান গন্তব্যে। বৃষ্টির কারণে রাজধানীর কোনো কোনো সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়, আগামী তিন দিন বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply