Site icon Jamuna Television

জনসম্মুখে কেট মিডলটনের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের জনসম্মুখে উপস্থিতি নিয়ে সৃষ্টি হয়েছে নানা ধোঁয়াশা। ওই নারী রাজবধূ কেট নয়, বরং একজন ‘বডি ডাবল’, এমনটা দাবি করেছেন অনেকেই। খবর একাধিক ব্রিটিশ মিডিয়ার।

গত ১৬ জানুয়ারি তলপেটে অস্ত্রোপচার করা হয় ৪২ বছর বয়সী কেটের। তবে ঠিক কী ধরনের রোগে অস্ত্রোপচার করা হয়েছে, তা জানানো হয়নি। এই অস্ত্রোপচারের পর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

‘মা দিবস’ উপলক্ষ্যে তিন সন্তানসহ কেটের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে কেনসিংটন প্রাসাদ। সেখানে কেট মিডলটনকে কেনাকাটা করতে দেখা যায়। তবে ছবিটি সম্পাদিত হওয়ায় তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। এতে কেটকে নিয়ে জল্পনা আরও বাড়ে। ফলে জন্ম নিয়েছে নানা গুজবের, সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

/এএম

Exit mobile version