নাটোরে ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের ইয়াছিনপুর স্টেশনের অদূরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় দুই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার (২০ মার্চ) রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আসাদুজ্জামান জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটির ফলে এটি বন্ধ হয়ে যায়। পরে আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন নিয়ে এসে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলার ইয়াছিনপুর স্টেশনের অদূরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply