সংস্কারের পর এখন আধুনিক রূপে চুয়াডাঙ্গার পীরগঞ্জ জামে মসজিদ

|

ছবি: সংগৃহীত

কেউ বলেন, মোঘল আমলে এক রাতে তৈরি হয়েছিলো মসজিদটি। কারো বিশ্বাস মসজিদ নির্মাণে জ্বীনদের সাহায্য ছিলো। তবে উদ্দেশ্য ছিলো ইসলাম প্রচার করা। নাম তার পীরগঞ্জ জামে মসজিদ। চুয়াডাঙ্গার অন্যতম আকর্ষণ এ মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা।

শত বছরের পুরনো মসজিদ ধাপে ধাপে সংস্কারের পর আজকের এই আধুনিক রূপ। দেখতে নতুন হলেও পীরগঞ্জ মসজিদের ইতিহাস বেশ পুরোনো।

চুয়াডাঙ্গা শহর থেকে ২ কিলোমিটার দূরে ঠাকুরপুর গ্রাম। ফলক না পাওয়া গেলেও স্থানীয়রা বলছেন, ১৬৯৮ সালে ইমারতটি নির্মিত। সাধক পুরুষ শাহ্ মোহাম্মদ আফতাফ উদ্দিন চিশতী ওরফে আফু শাহ ইসলাম ধর্ম প্রচার করতে আসেন এই অঞ্চলে। তার হাতেই প্রতিষ্ঠা হয় মসজিদটির। অনেকে বিশ্বাস করেন, অলৌকিকভাবে এক রাতেই তৈরি হয়েছিলো মসজিদটি।

প্রায় ৩০ বিঘা জমির উপর স্থাপিত পীরগঞ্জ জামে মসজিদ। পিছনে স্বচ্ছ পানির পুকুর। মূল কাঠামো পরিবর্তন না করেই মসজিদ সম্প্রসারণ করা হয়েছে। সংস্কারের পর গম্বুজের সংখ্যা ৩টি।

মানত করার রীতি আছে এই মসজিদে। প্রতিবছর ১২ই ফাল্গুন মসজিদ চত্বরে ধর্মসভার আয়োজন করা হয়। খাতা কলমে এই রেওয়াজ একশ’ বছর পেরিয়েছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply