চীনের লাউইয়াং শহরে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় আকৃতির লণ্ঠন। গোলাপ ফুল আকৃতির এ লণ্ঠনটি বানানো হয়েছে শহরটির পিউনি প্যাভিলিয়নে। উপলক্ষ, চলতি বছরের বসন্ত উৎসবকে আরও রঙ্গিন করে তোলা।
লণ্ঠনটি লম্বায় আট তলা বিল্ডিংয়ের উচ্চতার সমান। এর ভেতরে ৫৩ হাজার আলোর উৎস রাখা হয়েছে যা বসন্ত উৎসবের রাতকে আরও আলোকিত করে তুলবে। এর কাঠামোতে রয়েছে ৬টি স্তরে সাজানো ৩৬টি প্রধান পাপড়ি। এটির দৈর্ঘ্য ৪৫ মিটার, প্রস্থ ১৯.৭ মিটার এবং উচ্চতা ২৪.৮৪ মিটার। লন্ঠনটির ওজন ৪৫ টন। এটির সার্বিক কাঠামো একটি ফায়ার ইঞ্জিনের চেয়েও বেশি ওজনের।
চীনের জাতীয় ঐতিহ্যের ছাপ রাখা রয়েছে লণ্ঠনটিতে। ত্রিমাত্রিক এই লণ্ঠনে আলোর উৎসের ব্যবস্থাপনা, রঙের ব্যবহার এবং শৈল্পিক অলংকরণে মুনশিয়ানা ফুটে উঠেছে।
বিশালাকার হওয়ায় এর নির্মানকাজ ছিল বেশ জটিল। নির্মানকাজে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয়েছে। গোলাপের প্রতিটি পাপড়ির ওজন ৮০০ কেজি এবং দৈর্ঘ্য ১০ মিটারেরও কিছুটা বেশি। ২০০ জনের ১৮ দিন সময় লেগেছিল লণ্ঠনটি তৈরি করতে।
উল্লেখ্য, লাউইয়াং শহরটি প্রাচীন চীনা সভ্যতার ১৩টি রাজবংশের রাজধানী ছিল। গোলাপ ফুল হচ্ছে লাউইয়াং শহরের নিজস্ব প্রতীক।
/এমএইচআর
Leave a reply