বহুল আলোচিত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে বাংলাদেশি ভুয়া জন্মসনদকাণ্ডে পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পাবনার জেলা প্রশাসককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে জানিয়ে রেজিস্ট্রার জেনারেল যাহিদ হোসেন জানান, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। এ ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি। সমস্যাটি জন্ম নিবন্ধন সার্ভারের নয় জানিয়ে রেজিস্ট্রার আরও বলেন, তৃণমূল পর্যায়ে যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছিল, তাদের অপব্যবহারের কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে।
এদিকে খবর প্রচারের পর আজ আহম্মদপুর ইউনিয়ন পরিষদে যাননি কোন কর্মকর্তা-কর্মচারী। অন্যদিকে, জাস্টিন ট্রুডোর জন্ম সনদ বানানো সেই কম্পিউটার অপারেটর নিলয়ও এখন পলাতক।
এ সম্পর্কিত আরও খবর পড়তে এখানে ক্লিক করুন।
/এমএইচ
Leave a reply