লক্কর-ঝক্কর গাড়িগুলো আমাদের উন্নয়নকে লজ্জা দেয়, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই এমন লজ্জা থেকে মুক্তি দিতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ঈদে সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বৃহস্পতিবার (২১ মার্চ) বিআরটিএ ভবনে প্রস্তুতিমূলক সভায় এ আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, গরীবদের জন্য দরদ উথলে উঠার কথা বলে অনেক জনপ্রতিনিধি মহাসড়কে থ্রি হুইলার চলাচলের পক্ষে। তবে এমন বাহনই মানুষের জীবন হারানোর কারণ। মোটরসাইকেল চলাচলের জন্য নতুন নীতিমালা প্রয়োজন বলেও এ সময় উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এর আগে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ঈদের আগের তিনদিন ও পরের দিন মহাসড়কে সকল নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
শ্রমিক নেতা ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, বর্তমানে অধিকাংশ দুর্ঘটনাই মোটরসাইকেলের কারণে হচ্ছে। ঈদের সময় এ বিষয়ে কঠোর থাকার আহবান জানান তিনি।
/এমএন
Leave a reply