ভারতে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬১

|

ভারতের অমৃতসরে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। শুক্রবার রাতে, রাবন-বধ দেখার সময় মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।

জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবের শেষ দিনে প্রতিমা বিসর্জনের পর রাবন-বধ আর আতশবাজি দেখতে জোড়া ফটক এলাকায় জড়ো হন হাজারখানেক মানুষ। রাবনের কুশপুত্তুলিকায় আগুন ধরিয়ে দেয়ার পর সাবধানতার জন্য দর্শনার্থীদের দূরে সরে যেতে বলেন আয়োজকরা। এসময় পেছনে সরতে সরতে রেললাইনে উঠে দাঁড়ান শতাধিক মানুষ।

কিছুক্ষণ পরই জলন্ধর থেকে অমৃতসরগামী একটি ডেমু ট্রেন পূর্ণ গতিতে এলাকাটি অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়েন রেললাইনে দাঁড়িয়ে থাকা অনেকে। মুহূর্তেই প্রাণ যায় অর্ধশতাধিক মানুষের। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের জন্য পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে পাঞ্জাব রাজ্য সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply