নাটোরে অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ১০ বসতঘর পুড়ে ছাই

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি আশ্রয়ণ প্রকল্পের অন্তত ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও বেশ কয়েকটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার চামারী আদর্শ গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটে আমরা অগ্নিকাণ্ডের খবর জানতে পারি। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে গেছে। ঘরগুলো খুব কাছাকাছি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply