ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ মার্চ) একের পর এক ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইলে কেঁপে উঠে রাজধানী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
শহর কর্তৃপক্ষের দাবি, এটিই চলতি সপ্তাহে কিয়েভে চালানো রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা। কমপক্ষে ৩১টি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপে পড়ে এক শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছে। এর মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক সপ্তাহের মধ্যে এটিই সবচেয়ে বড় রুশ হামলা। হামলায় ৪০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন বিধ্বস্ত হয়েছে। যদিও বেসামরিক স্থাপনায় হামলার দায় অস্বীকার করেছে রাশিয়া।
/এএম
Leave a reply