বিশ্বকাপ বাছাইপর্বের শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে ভালো শুরুর পরও রক্ষণের ভুলে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন ওদেই দাবাঘ। আর জোড়া গোল করেছেন শেহাব কুম্বর।
কুয়েত সিটির জাবের আল আহমাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথম ৪০ মিনিট পর্যন্ত সমান তালে লড়াই করে বাংলাদেশ। ২৭ মিনিটে ফাঁকায় দাঁড়িয়ে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সোহেল রানা। ৪২ মিনিটে ওদেই দাবাঘের গোলে ডেডলক ভাঙ্গে ফিলিস্তিন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ২-০ করেন শেহাব কুম্বর।
বিরতির পর গোল উৎসবে মাতে স্বাগতিক ফিলিস্তিন। ৪৯ মিনিটে কুম্বরের পর ৫৩ মিনিটে স্কোরশিটে নাম তোলেন দাবাঘ। ৭৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ওদেই দাবাঘ। ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় ফিলিস্তিনের।
দুই দলের শক্তির ফারাক অনেক। ফিফা র্যাঙ্কিংয়ে ফিলিস্তিন ৯৭ এবং বাংলাদেশ ১৮৩। ফিলিস্তিনের বিপক্ষে এ নিয়ে ষষ্ঠ ম্যাচ হারলো বাংলাদেশ। আগের ৬ লড়াইয়ে প্রথমটিই শুধু ড্র হয়েছিল। তবে এর আগে কখনোই দুই গোলের বেশি হজম করতে হয়নি বাংলাদেশকে।
বিশ্বকাপ বাছাইয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় হার। অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারের পর লেবাননের সঙ্গে ড্র করেছিল তারা। আজ পেলো ফিলিস্তিনের বিপক্ষে বড় হারের স্বাদ। ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মার্চ, ঢাকায়।
/এএম
Leave a reply