বৃষ্টি হলেও কমেনি বায়ুদূষণ, ঢাকা আজ প্রথম

|

আবারও বায়ু দূষণের তালিকায় শীর্ষে ঢাকা। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও কমেনি দূষণ।

শুক্রবার (২২ মার্চ) সকালে বিশ্বের ১২০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান প্রথম। আই-কিউ-এয়ারের বাতাসের মানসূচকে সকাল ১০টার দিকে ঢাকার স্কোর ১৯৩। বায়ুর এ মান অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

বৃহস্পতিবারও ঢাকার অবস্থান ছিল তৃতীয়, আর স্কোর ছিলো ১৭২। বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আই-কিউ- এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি এ সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতোটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। চলতি বছরই বেশ কয়েকবার এই তালিকার শীর্ষে ছিল ঢাকার নাম।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply