Site icon Jamuna Television

মহেশখালীতে আজ আত্মসমর্পণ করছে দস্যু কালাবদা বাহিনী

আজ আত্মসমর্পণ করতে যাচ্ছে মহেশখালীর সশস্ত্র দস্যুদল- কালাবদা বাহিনী। র‌্যাব এর মাধ্যমে তারা আজই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে অস্ত্র তুলে দেবে।

সুন্দরবনের বহু দস্যু গ্রুপের আত্মসমর্পণের মতো এবারও যমুনা টিভির মধ্যস্ততায় হচ্ছে এই আত্মসমর্পণ।

এদিকে কালাবদা ছাড়াও মহেশখালী-কুতুবদিয়ার আরও ৫টি সশস্ত্র গ্রুপ বিপুল পরিমাণ অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবে। এর মধ্য দিয়ে সন্ত্রস্ত এই অঞ্চলে শান্তি ফেরানোর প্রক্রিয়া শুরু হলো।

এ বিষয়ে র‍্যাব-৭ এর অধিনায়ক বলেন, আত্মসমর্পনকারীদের আইনী ও পুনর্বাসন সহযোগিতা দেয়া হবে।

Exit mobile version