Site icon Jamuna Television

নজরদারিতে রয়েছে জিম্মি এমভি আবদুল্লাহ

সোমালীয় উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র অদূরে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। নজর রাখা হচ্ছে জিম্মি জাহাজের ওপর। ইইউ নেভাল ফোর্সের এক্সে ‘তে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে ২৩ নাবিক সহ জাহাজ জিম্মি করার ৮ দিন পর গত ২০ মার্চ তৃতীয়পক্ষের মাধ্যমে মালিকপক্ষের সাথে একদফা যোগাযোগ করেছে জলদস্যুরা। তবে মুক্তিপণ নিয়ে কোনো কথা হয়নি। এরপর এখন পর্যন্ত আর সাড়া নেই। অপেক্ষায় আছে মালিকপক্ষ এবং নাবিকদের স্বজনরা।

৫৫ হাজার টন কয়লা নিয়ে গত ১২ মার্চ মোজাম্বিক থেকে দুবাই বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি।

এটিএম/

Exit mobile version