আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার (২২ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) রাউস এভিনিউ আদালতে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। এরপর শুনানি শেষে, বিচারক আগামী ২৮ মার্চ পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
উল্লেখ্য, ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। কেজরিওয়াল কিছুদিন ধরেই বলে আসছিলেন, লোকসভা ভোটের আগে বিজেপি সরকার তাকে গ্রেফতার করবে।
/এআই
Leave a reply