তোফা-তহুরা অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে

|

গাইবান্ধায় জোড়া অবস্থায় জন্ম নেয়া শিশু তোফা-তহুরার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গত বছরের ২৯ সেপ্টেম্বর পিঠের থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে জন্মেছিল তোফা-তহুরা। গাইবান্ধার এই শিশুদের এ বছরের ১ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।

সরকারিভাবে তাদের চিকিৎসার ব্যয় বহন করা হয়। তারা যেভাবে জোড়া লাগানো ছিল চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পাইগোপেগাস’। বাংলাদেশে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটি প্রথম। এর আগে অন্যান্য হাসপাতালে অন্য ধরনের জোড়া লাগানো শিশুদের অস্ত্রোপচার করে আলাদা করা হয়।

১০ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে গাইবান্ধায় ফেরে তোফা ও তহুরা। দীর্ঘদিন হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ছিল তারা। নানার বাড়িতে বিদ্যুৎ নেই। তাই বাড়ি ফেরার পর তারা গরমে কষ্ট পাচ্ছিল। গত ১২ সেপ্টেম্বর জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের নানার বাড়িতে সৌর বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply