বাজার সরানো নিয়ে ডিএনসিসি-আড়তদারদের টানাপোড়েন

|

ফাইল ছবি।

উত্তর সিটি করপোরেশন পাঠাতে চায় গাবতলী। আর পেঁয়াজ-আলুর আড়তদাররা যেতে চান যাত্রাবাড়ী। এ নিয়ে টানাপোড়েন চলছে, কারওয়ানবাজারের ব্যবসায়ী ও সিটি করপোরেশনের মধ্যে। ডিএনসিসি মেয়রের সাফ কথা, এখন ট্রেন মিস করলে পরে আর সুযোগ মিলবে না। আর ব্যবসায়ীরা বলছেন, যেখানে পাঠাতে চাচ্ছে সেখানে সহায়ক অবকাঠামো নেই।

এই আড়ত সরানোর প্রথম সিদ্ধান্ত হয় ২০১৩ সালে। কিন্তু এটি সরিয়ে কোথায় নেয়া হবে তা নিয়ে কয়েক ধরনের তথ্য মিলেছে। যদিও গেল বছর ব্যবসায়ীদের যাত্রাবাড়ি অথবা আমিনবাজারে পুনর্বাসনের কথা জানিয়ে আলাদা কমিটি করে দেয় ডিএনসিসি। সে আলোচনা শেষ হবার আগেই ১৪ মার্চ, ১৭৬টি আড়ত গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত জানিয়ে দেয় সিটি করপোরেশন।

এরই মধ্যে কারওয়ান বাজার থেকে সবজি, মাছ ও মাংসের বাজার সরিয়ে নেয়ার মাস্টারপ্ল্যান শেষ করেছে ডিএনসিসি। বাজার সরিয়ে নিলে, কারওয়ান বাজারের ওই জমিতে নতুন বড় কাঠামো না করার পরামর্শ পরিকল্পনাবিদদের। সরকারের সিদ্ধান্ত, কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়ার কাজ শুরু হবে ঈদের পরই।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply