স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম আরো গতিশীল করা হবে বলে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বললেন, এক কোটি পরিবারের টিসিবির তালিকা সংশোধন করা হবে এবং স্থায়ী টিসিবির দোকান করে দেয়া হবে। যাতে কার্ডধারীরা যেকোনো সময় গিয়ে পণ্য কিনতে পারেন।
শনিবার (২৩ মার্চ) নাগরপুরে উপজেলার মসজিদের ইমামদের সাথে পবিত্র রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সকলের সহযোগিতা নিয়ে এক কোটি পরিবারের তালিকা সংশোধন করা হবে। বাজার মূল্যে পণ্য কেনা যাদের জন্য কষ্টদায়ক, তারা যেন এই কর্মসূচির আওতায় আসতে পারে।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশেনের সাবেক উপ-পরিচালক মোহাম্মদ আলীসহ অনেকে।
/এমএন
Leave a reply