Site icon Jamuna Television

কাল মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মিরপুরের হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

সাকিব-তামিমের মত দুই সিনিয়র ক্রিকেটার নেই চোটের কারণে তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে পরিষ্কার ফেভারিট টাইগাররা। সঙ্গে বাড়তি আত্মবিশ্বাস এশিয়া কাপে দলের ভালো পারফরম্যান্স।

সফরকারীদের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্সেও এগিয়ে মাশরাফির দল। সবশেষ ১০ ওয়ানডেতে টানা হারের বৃত্তে জিম্বাবুয়ে।

২০১৩ সালে দেশের মাঠে সবশেষ বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে। তবে এবার ঘরের মাঠে জয় পেতে মরিয়া অধিনায়ক মাশরাফি। দু’দলের মুখোমুখি লড়াইয়ে ৬৯ ওয়ানডের ৪১ জয় বাংলাদেশের আর জিম্বাবুয়ে জয় পেয়েছে ২৮ ম্যাচে।

Exit mobile version