Site icon Jamuna Television

ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করলেও দেশে এর কোনো প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

অনির্দিষ্টকালের জন্য ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলেও বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার (২৩ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ভারতে যে পেঁয়াজ কেনা হয়েছে সেগুলো তিনদিনের মধ্যে রেলযোগে বাংলাদেশে এসে পৌঁছাবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫/১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি পণ্য মজুত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বাভাবিক বাজারের বেচা-কেনায় কোনো রকম পুলিশি তৎপরতারও প্রয়োজন নেই। এসময় প্রতিমন্ত্রী জানান বাজারে যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে।

চালের মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চাল খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। এদিকে আগেই কিনে রাখা পেঁয়াজ ভারত থেকে আজ (শনিবার) কিংবা আগামীকাল ট্রেনে উঠার কথা রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্যরা।

/এমএইচআর

Exit mobile version