Site icon Jamuna Television

প্রকাশ পেল শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার ফার্স্টলুক পোস্টার

প্রকাশিত হলো ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। শনিবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় পোস্টারটি। সেখানে লম্বা চুলে নায়ককে আনমনে তাকিয়ে থাকতে দেখা যায়। পোস্টারে রয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টিও। সিনেমায় শাকিবের বিপরীতে মার্কিন নায়িকা কোর্টনি কফি অভিনয় করলেও পোস্টার ছিল শুধুই শাকিবময়।

এদিকে সিনেমার ফার্স্টলুক পোস্টার আসার আগেই প্রযোজক আরশাদ আদনান ঘোষণা দিয়েছিলেন, সিনেমাটির ট্রেলার দেখানো হবে দুবাইয়ের বুর্জ খলিফায়। সেটি ২৮ মার্চ, নায়কের জন্মদিনে।

সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ গণমাধ্যমকে বলেছেন, সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হলেও, ধীরে ধীরে টিজার ও ট্রেলার মুক্তি পাবে। আশা করছি, দর্শকরা উপভোগ করবেন। সিনেমাটিতে বেশ কয়েকটি ভালো গান থাকবে বলেও জানান তিনি।

সিনেমাটির গল্পে দেশ ও মার্কিন মুল্লুকের রেশ থাকবে। একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এটির শুটিং হয়েছে পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং নিউ ইয়র্কে।

উল্লেখ্য, গত বছর কোরবানির ঈদে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল।

/এমএইচআর

Exit mobile version