‘নির্বাচন কমিশনারদের মধ্যে যে সংকট তৈরি হয়েছে সেটাই এখন রাষ্ট্রের সংকট’

|

ফাইল ছবি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনারদের মধ্যে যে সংকট তৈরী হয়েছে সেটাই এখন রাষ্ট্রের সংকট। সরকারকে সোজা পথে আসার আহবান জানিয়ে আলাপ-আলোচনা মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দেয়ার দাবি জানান তারা।

আজ শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে জাগপা আয়োজিত একই দাবিতে আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন কমিশনাররাই বিভক্ত হয়ে গেছেন। সেখানে সংকট সৃষ্টি হয়েছে। এই কমিশন যোগ্য নয়।

ফখরুল বলেন, নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে হবে। সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। ইসি সচিবকেই মনে হয় যেন প্রধান নির্বাচন কমিশানর। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

গ্রহনযোগ অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে বলে দাবি জানিয়ে তিনি বলেন, অবস্থার পরিবর্তন চাই আমরা। জাতীয় ঐক্যফ্রন্টের সিলেটের সমাবেশের অনুমতি বাতিলের সমালোচনা করেন মির্জা ফখরুল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply