ছবি: রমজানের ‘রহমতের’ ১০ দিনে মসজিদে নববিতে কোটি মুসল্লি

|

চলছে পবিত্র রমজান মাস। প্রথম ১০ দিন ‘রহমত’ এরইমধ্যে শেষ হয়েছে। এ সময়ে মদিনার মসজিদে নববি দেখতে যারা এসেছেন, তাদের নানা সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে মসজিদে নববি কর্তৃপক্ষ। রোববার (২৪ মার্চ) এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়।

মদিনায় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাগুলো যানজটমুক্ত রাখতে মাঠে নেমেছে পুলিশ ও ট্রাফিক বিভাগ। ছবি: গালফ নিউজ।
কর্তৃপক্ষের জারি করা পরিসংখ্যান থেকে জানা গেছে যে, রমজানের ‘রহমতের’ ১০ দিনে মসজিদে নববিতে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ দর্শনার্থী এসেছেন। ছবি: গালফ নিউজ।
সরকারি পরিসংখ্যান অনুসারে ৭ লাখ ৩৯ হাজার ৭০২ জন নবীর সমাধি পরিদর্শন করেছেন। ছবি: গালফ নিউজ।
জনসাধারণের ভিড় মোকাবেলায় মসজিদ কর্তৃপক্ষ ইতোমধ্যে ভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। পুরুষ ও নারী উভয়ের জন্য আলাদা করে সময় নির্ধারণ করা হয়েছে। ছবি: গালফ নিউজ।
ইতোমধ্যে, ২৬ হাজার ৯১০ জন বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তি মসজিদ কর্তৃপক্ষের কাছ থেকে সেবা পেয়ে উপকৃত হয়েছেন। ছবি: গালফ নিউজ।
এছাড়াও ১ লাখ ৯৫ হাজার ৮শ’ জমজমের পানির বোতলের ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ। সেই সাথে রোজাদারদের জন্য মনোনীত মসজিদের করিডোরে ২৯ লাখ ৮ হাজার ৫৩০ জনের ইফতারের খাবার বিতরণ করা হয়। ছবি: গালফ নিউজ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply