সালাম মুর্শেদীর বাড়িতে স্থিতাবস্থা জারি

|

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি ৩ মাসের মধ্যে ছাড়তে হবে, হাইকোর্টের এই রায়ের ওপর ৮ সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত।

রোববার (২৪ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এ আদেশ দেন। এর ফলে সালাম মুর্শেদীর বাড়ি এখন যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ১৯ মার্চ হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বাড়ি ছাড়ার রায় দেন। সে সময় আদালত রায়ে বলেন, দুদকসহ অন্যান্য সংস্থার তদন্ত রিপোর্টে প্রমাণিত হয়েছে সালাম মুর্শেদী গুলশানের যে বাড়িতে বসবাস করছেন সেটা সরকারের পরিত্যক্ত সম্পত্তি।

গত ৩ মার্চ বাফুফের সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে শুনানি শেষ হয়। সরকারের পরিত্যক্ত সম্পত্তি উদ্ধারে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন আরেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply