বড়াইগ্রাম ট্রাজেডির চার বছর আজ

|

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের বড়াইগ্রাম ট্রাজেডির চার বছর আজ। ২০১৪ সালের ২০ অক্টোবর উপজেলার রেজুর মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জন প্রাণ হারায়। এ ঘটনায় আহত হয় অন্তত ২৫জন।

স্থানীয়রা জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ওইদিন দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী কেয়া পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে নাটোর থেকে গুরুদাসপুরগামী অথৈই পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় অথৈই পরিবহনের ছাদে ও ভেতরে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে গেলে হানিফ পরিবহনের অপর একটি বাস সবাইকে পিষ্ট করে চলে যায়।

এতে ঘটনাস্থলেই ৩৮জন প্রাণ হারায়। পরে দুর্ঘটনার কারণ হিসাবে ঝুঁকিপূর্ণ বাঁক ও ওভারটেকিংকে চিহ্নিত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply