মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী জামিনুলকে অপহরণ, গ্রেফতার ৭

|

ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী জামিনুলকে অপহরণের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

হারুন অর রশিদ জানান, জামিনুলের ব্যক্তিগত গাড়ি চালকের সঙ্গে ছিল অপহরণকারীদের যোগসাজশ। চক্রটি জেলে বসে, এ পরিকল্পনা সাজিয়েছিল- এমনটাও জানান ডিবি প্রধান।

তিনি বলেন, এই চক্রের মূলহোতা মামুন। সে ড্রাইভার কামরুলের ভগ্নিপতি। এ কারণেই শিশু জামিনুলকে টার্গেট করা হয়। পরিকল্পনা অনুযায়ী অপহরণের পর ১ কোটি টাকা মুক্তিপণ চায় তারা।

পরে, ১৪ লাখ টাকা দিয়ে সন্তানকে উদ্ধার করে পরিবার। চক্রের সদস্যদের গ্রেফতারের পর মুক্তিপণের এক লাখ টাকা উদ্ধার হয়েছে বলেও জানান হারুন অর রশিদ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply