লিবিয়ায় গণকবরে মিললো ৬৫ অভিবাসীর মরদেহ

|

ছবি: রয়টার্স

অভিবাসীদের গণকবরের সন্ধান মিলেছে লিবিয়ায়। গণকবর থেকে অন্তত ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে পাওয়া গেছে কবরটি। তবে এখনও পাওয়া যায়নি নিহতদের নাম-পরিচয়। কীভাবে হয়েছে তাদের মৃত্যু, সে ব্যাপারেও জানা যায়নি কোনো তথ্য। তবে আইওএম ধারণা করছে, মরুভূমি হয়ে ভূমধ্যসাগরের দিকে যাওয়ার সময় তাদের মৃত্যু হয়েছে। ইউরোপে যেতে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ স্থান।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। সমবেদনা জানিয়েছে নিহতদের পরিবারের প্রতি। অবৈধ পথে সীমানা পাড়ি দেয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে অভিবাসনপ্রত্যাশীদের।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply