প্রায় ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি এলাকার একটি কারখানার গোডাউনের আগুন। রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়া যায়নি।
এর আগে দুপুরে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। জানা যায়, গোডাউনটিতে পাটখড়ি, ফিনিস বোর্ড, প্লাইউড ও প্লাস্টিকের দরজা রাখা ছিল।
ফায়ার সার্ভিস জানায়, রোববার দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পায় তারা। পরে পর্যায়ক্রমে তাদের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় কয়েক জন আহত হবার খবর পাওয়া গেলেও সংখ্যাটি এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠানটির কর্মীরা রোববার দুপুরে দিকে আগুন দেখতে পান। প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নেভানোর কাজ শুরু করে।
এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, ভেতরে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে, এমন বস্তু থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। জানা যায়নি ক্ষতির পরিমানও।
/আরএইচ
Leave a reply