পুঁজিবাজারে অস্থিরতা: দর কমেছে ৩১৮ প্রতিষ্ঠানের শেয়ারের

|

পতনের ধারা অব্যাহত আছে পুঁজিবাজারে। গেলো ২ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১০৬ পয়েন্টের মতো। কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। গতকাল থেকে লেনদেন কমেছে ১৩৫ কোটি টাকা।

আজ সোমবার (২৫ মার্চ) ডিএসইর প্রধান সূচক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪৪৫ কোটি টাকার। কমেছে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। মাত্র ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। দর বাড়ার শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। হাতবদল হয়েছে ৩৩ কোটি টাকার শেয়ারের। এরপরের অবস্থানে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। হাতবদল হয়েছে ৩২ কোটি টাকা। এপরেরর অবস্থানে লাফার্জ হোলসিম।

এদিকে, শেয়ারবাজারে অস্থিরতায় অনেক সাধারণ বিনিয়োগকারী শঙ্কিত। তারা বলছেন, পতন ঠেকাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply