কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অকটেনসহ পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাব। সোমবার (২৫ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। আটকরা হলেন, স্থানীয় বাসিন্দা আলী আহমদ, নাজিম ও মোহাম্মদ হোছন। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
র্যাব জানায়, জব্দ করা অকটেন মিয়ানমারে পাচারের জন্য মজুদ করা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীদের কয়েকজন পালিয়ে যায়। তবে ৩ জনকে আটক করে বাহিনীটি।
আটকদের স্বীকারোক্তিতে একটি বাড়ি থেকে অকটেন ভর্তি ৫৭টি ড্রাম জব্দ করা হয়। এতে প্রায় ৩ হাজার ১৩৫ লিটার অকটেন ছিল। এর আগে, গেল ২০ মার্চ উপজেলার কেকেপাড়া এলাকা থেকে ১১টি ড্রাম ভর্তি ৫৭২ লিটার অকটেন জব্দ করে র্যাব।
/এনকে
Leave a reply