দুবাইয়ের পথে প্রশান্তি দেবে ‘স্মার্ট ছাতা’

|

শহরে পথচারীদের চলাচল আরও স্বাচ্ছদ্যপূর্ণ করতে চমকপ্রদ উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই কর্তৃপক্ষ।

রোদ বা বৃষ্টি থেকে বাঁচতে পথচারীরা বিনামূল্যে ধার নিতে পারছেন ‘স্মার্ট ছাতা’। যৌথভাবে এ পরিষেবা দিচ্ছে শহরটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ও কানাডার স্মার্ট ছাতা পরিষেবা সংস্থা অ্যামব্রাসিটি। বর্তমানে আল ঘুবাইবা বাস ও মেট্রো স্টেশন থেকে স্মার্ট ছাতা ধার নেওয়া যাচ্ছে।

দুবাইয়ের ফুটপাতকে আরও বেশি চলাচলবান্ধব করা জন্য এ পরিষেবার পরিকল্পনা করা হয়েছে। এতে বাসিন্দা ও দর্শনার্থীরা রোদ-বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করে গন্তব্যে যেতে পারবেন। ‘দুবাই ২০৪০ আরবান মাস্টার প্ল্যানের’ মাধ্যমে শহরটিকে আরও টেকসই, স্বাস্থ্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি রয়েছে কর্তৃপক্ষের।

স্মার্ট ছাতা প্রকল্পটিও এর আওতাধীন। যাত্রীরা সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের দেয়া কার্ড ব্যবহার করে ছাতা ধার নিতে পারবেন।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply