ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসকে চার উইকেটে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভিরাট কোহলির ফিফটি ও শেষ দিকে দীনেশ কার্তিকের ঝড় সহজ জয় এনে দেয় স্বাগতিকদের।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাব কিংস ৬ উইকেটে ১৭৬ রান করে। জবাবে অধিনায়ক ভিরাট কোহলির মারকুটে ইনিংসের সুবাদে ৪ উইকেটে জেতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ওপেনিংয়ে নেমে কোহলি ৪৯ বলে ১১ চার ও ২ ছয়ে ৭৭ রান করেন। অন্য প্রান্ত থেকে কার্যকর সঙ্গ না পেলেও তার ব্যাটে জয়ের ভিত গড়ে ওঠে। তৃতীয় উইকেটে রজত পতিদারের সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন কোহলি। শেষ দিকে দীনেশ কার্তিক ও মহিপাল লমররের ১৮ বলে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে চার বল হাতে রেখে চার উইকেটের সহজ জয় পায় বেঙ্গালুরু।
এর আগে, অধিনায়ক শিখর ধাওয়ানের ইনিংস সেরা ৪৫ রান পাঞ্জাবের সংগ্রহে বড় ভূমিকা রাখে। ধাওয়ান ছাড়া আর কোনো ব্যাটারই ত্রিশের কোটা পার হতে পারেনি। বেঙ্গালুরুর হয়ে ২টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচ সেরা হয়েছেন কোহলি।
/এএম
Leave a reply