‘জাতীয় পার্টিকে বিভক্ত রাখতে এমপিদের মধ্যে ইন্ধন জোগায় সরকার’

|

জাতীয় পার্টিকে বিভক্ত রাখতে দলের সংসদ সদস্যদের মধ্যে ইন্ধন জোগায় সরকার— এমন অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

জি এম কাদের বলেন, বৈষম্যহীন স্বাধীনতার চেতনা থেকে সরে এসেছে আওয়ামী লীগ। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা চলছে। সরকার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করেছে। একইসাথে তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধাদের নামে সয়লাব হয়ে গেছে।

আওয়ামী লীগ সরকার পাকিস্তান ও বৃটিশ আমলের মতো অর্থপাচার ও লুণ্ঠন করছে বলেও অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। যেভাবে রাজনৈতিক পরিস্থিতি এগিয়ে যাচ্ছে, তাতে একটা সময় পুতুল দল ছাড়া কিছু থাকবে না৷ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তার চরিত্র হারাচ্ছে।

জি এম কাদের বলেন, দেশজুড়ে সুশাসন ও জবাবদিহিতার অভাব। কেন নিত্যপণ্যের দাম কমাতে পারছে না। কারণ, তারা করছে না। কারণ, প্রয়োজন নেই। কারণ, তারা জানে জবাবদিহিতা করতে হবে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply