মেট্রো চলাচলে কাল থেকে বাড়ছে সময়

|

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কাল বুধবার (২৭ মার্চ) থেকে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। রাজধানীর মতিঝিল থেকে সবশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে ছাড়বে। অপরদিকে উত্তরা উত্তর থেকে সবশেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টায়।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, পিক আওয়ারে ৮ মিনিট এবং অফপিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন চলবে। বর্তমানে দিনে ১শ’ ৮৪বার ট্রেন চলে। যা কাল থেকে চলবে ১শ’ ৯৪বার। ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে।

এছাড়া, ২০২৫ সালের জুন মাসে মেট্রোরেলের কমলাপুর স্টেশন খুলে দেয়া হবে বলে জানান এম এ এন সিদ্দিক।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply