মোংলায় পৌঁছেছে ফাদার রিগনের মরদেহ

|

মোংলায় পৌঁছেছে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা ইতালীয় নাগরিক ফাদার মারিনো রিগানের মরদেহ। এর আগে রোববার ভোর চারটা ৪৫ মিনিটে ইতালি থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় তার কফিনটি।

বিমানবন্দরে তাঁর মরদেহ গ্রহণ করেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল সাজ্জাদ আল জাহির। সাড়ে সাতটার দিকে তার মরদেহ তেজগাঁও সামরিক বিমানবন্দরে নেয়া হয়। সকাল পৌঁনে দশটায় হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলার শেলাবুনিয়ায় পৌঁছে ফাদার রিগনের কফিন। সেখানেই গার্ড অব অনার প্রদানের পর সেন্ট পল্স গীর্জার পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে তাকে। এর আগে সকালে মোংলা উপজেলা পরিষদ মাঠে ফাদার রিগনকে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ।

ফাদার রিগান ১৯৭১ সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা দেয়ার পাশাপশি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। বঙ্গবন্ধুর স্নেহধন্য ফাদার রিগনের অন্তিম ইচ্ছা অনুযায়ী মৃত্যুর এক বছর পর তার মরদেহ ইতালি থেকে দেশে আনা হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply