শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে তা সঠিক নয়— এ কথা বলেছেন বাংলাদেশে ইউনেস্কো জাতীয় কমিশনের চেয়ারপারসন ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
বুধবার (২৭ মার্চ) দুপুরে সচিবালয়ে এই পুরস্কারের বিষয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান। বলেন, পুরস্কার পাওয়ার বিষয়ে ইউনূস সেন্টার যে দাবি করেছে তা বিভ্রান্তিকর ও প্রতারণামূলক।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ইউনেস্কোর সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, এ ধরনের পুরস্কার ড. ইউনূসকে দেয়া হয়নি। ইসরায়েলি একজন ভাস্করের দেয়া পুরস্কার ইউনূস সেন্টার ইউনেস্কোর সম্মাননা বলে চালিয়েছে। এরপরও কেনো তারা পুরস্কার প্রাপ্তির প্রচারণা করছে এ নিয়ে চিঠি দেয়া হবে ইউনেস্কোতে।
/এমএন
Leave a reply