কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে ধাক্কা দেয় ইন্ডিগোর একটি বিমান। তবে এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, ইন্ডিগো বিমানটি রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার বিমানকে ধাক্কা মারে। দুটি বিমানের সংঘর্ষের ফলে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বিমানের দুটি ডানা ক্ষতিগ্রস্ত হয়। রানওয়েতে দুটি বিমান বিপদজনকভাবে একে অপরের কাছাকাছি এসে যাওয়ার জন্যই এঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, দেশটির বিমান নিয়ন্ত্রণ সংস্থা (ডিজিসিএ) উভয় বিমানের চালককে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। পুরো বিষয়টি তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। ইন্ডিগো বিমানটিতে চারজন শিশুসহ মোট ১৩৫ জন যাত্রী ছিলেন।
/এমএইচআর
Leave a reply