সুপ্রিম কোর্ট বার: বিএনপিপন্থীদের দায়িত্ব না নিতে চিঠি

|

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ চারজনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে চিঠি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সংগঠনটির সভাপতি এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল তাদের এ চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র কেন্দ্রীয় নেতা, উপদেষ্টামন্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যৌথসভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় গত ১০ মার্চ ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে ন্যায়সংগত যৌক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ নিয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, দায়িত্ব গ্রহণের বিষয়ে তিনি পরে সিদ্ধান্ত পরে জানাবেন। বার নির্বাচন নিয়ে বিএনপির এক আইনজীবী নেতা সরকারের সাথে আঁতাত করেছেন বলেও অভিযোগ করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply