ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের অষ্টম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ২৭৭ রানের রেকর্ড গড়েছে হায়দরাবাদ। বুধবার (২৭ মার্চ) রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এ রেকর্ড গড়ে দলটি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মুম্বাইয়ের বোলারদের শাসন করতে থাকে হায়দরাবাদ। দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও ট্র্যভিস হেড প্রথম থেকেই ছিলেন মারমুখী ভঙ্গিমায়। দলীয় ৪৫ রানে পঞ্চম ওভারে আউট হন আগারওয়াল। ব্যক্তিগত ১১ রানে হার্দিক পান্ডিয়ার বলে টিম ডেভিডের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর দলীয় ১১৩ ও ব্যক্তিগত ৬২ রানে সাজঘরে ফেরেন হেড।
এরপর ব্যাটিংয়ে নেমে অভিষেক শর্মা ২৩ বলে ৬৩ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। ১১তম ওভারের শেষ বলে আউট হন তিনি। এরপর ম্যাচের বাকি সময়ে আর কোনো উইকেট পড়েনি হায়দরাবাদের। ২৮ বলে ৪২ রান করে এইডেন মার্করাম ও ৩৪ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন প্রোটিয়া ব্যাটার ক্লাসেন। ক্লাসেনের ইনিংসে ছিল চারটি ৪ ও সাতটি ৬।
মুম্বাইয়ের পক্ষে ১টি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া, পীযুস চাওলা ও জেরাল্ড কোয়েতজি।
/এমএইচআর
Leave a reply