প্রথবারের মতো একযোগে প্রকাশিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৪ ইউনিটের ভর্তির ফলাফল৷ একই সাথে ঘোষণা করা হয়েছে আইবিএ’র ভর্তি পরীক্ষার ফলাফল৷ পাশের হার সর্বোচ্চ ব্যবসায় শিক্ষা ইউনিটে, ১৩ দশমিক ৩৩ শতাংশ৷
গেলো ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। ৯ মার্চ চারুকলা ইউনিটের মধ্য দিয়ে শেষ হয় এই পরীক্ষা৷ মাত্র ১৯ দিনের মধ্যে এবারই প্রথম একযোগে প্রকাশ করা হলো সব ইউনিটের ফলাফল৷ ফলাফল ঘোষণা করা হয় আইবিএ’রও৷
অনার্স নতুন শিক্ষাবর্ষের উত্তীর্ণ এই শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী এক জুলাই থেকে৷ এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ লাখ ২ হাজর শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ১০ হাজার ২৭৫ জন৷ পাশের হার, ১০ দশমিক ০৭ শাতাংশ৷ এ ইউনিটে আসন সংখ্যা ২ হাজার ৯৩৪ জন৷
বিজ্ঞান ইউনিটে অংশ নিয়েছিলেন ১ লাখ ৯ হাজর ৩৬৩ জন, পাশ করেছেন ৯ হাজার ৭২৩ জন৷ পাশের হার ৮ দশমিক ৮৯ শতাংশ৷ এ ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৮৫১৷ ব্যাবসায় শিক্ষা ইউনিটে অংশ নেয়া ৩৪ হাজার ৩৬৭ শিক্ষার্থীর বিপরীতে পাশ করেছেন ৪ হাজার ৫৮২ জন৷ পাশের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ৷ এ ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫০ জন৷ চারুকলা ইউনিটে ৪ হাজার ৪১০ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ৫৩০ জন৷ পাশের হার ১১ দশমিক ৭৫ শতাংশ৷ আসন সংখ্যা-১৩০৷)
উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৩ এপ্রিল বিকাল ৩টা থেকে ২৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত ফরম ও বিষয় ভিত্তিক পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন৷ ফলাফল নিরীক্ষণের জন্যও আগামী ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা৷
এবারের ভর্তি পরীক্ষায় কলা অনুষদে প্রথম হয়েছেন খুলনার সরকারি এমএম সিটি কলেজের সরকারি প্রিয়ন্তী মণ্ডল, ব্যবসায় শিক্ষায় চট্টগ্রাম কমার্স কলেজের অথৈ ধর, বিজ্ঞানে নটরডেম কলেজের প্রতীক রসুল এবং চারুকলায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের বাঁধন তালুকদার৷
এটিএম/
Leave a reply