হুতির ছোড়া ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

|

ফাইল ফটো: রয়টার্স

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির ছোড়া চারটি দূরপাল্লার ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। শুক্রবার (২৯ মার্চ) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে হুতিবিরোধী জোটের একটি জাহাজ ও একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়েছিল। এই ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে শুরু থেকেই লোহিত সাগর, এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে হুতি। তাদের ঠেকাতে বিশেষ সামরিক জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply