নিজ স্বার্থে দেশের ইতিহাস বিকৃত করছে আওয়ামী লীগ: গয়েশ্বর

|

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে নিজেদের স্বার্থ রক্ষার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে জিয়াউর রহমানকে ছোট করছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকে বড় করতে গিয়ে জিয়াউর রহমানকে ছোট করা কোনোভাবেই কাম্য নয়।

ভারত ইস্যুতে এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের লক্ষ্যই হলো অন্য দেশের অর্থনীতি ও সংস্কৃতি ধ্বংস করা। তাই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতে আওয়ামী লীগকে সহায়তা করেছে ভারত। এই সরকারের আমলে দুর্নীতি-লুটপাট বেশি হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়ার মতো পাড়া তৈরি করছে আওয়ামী লীগ সরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply