স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গত এক মাসেরও বেশি সময় ধরে ভেসে আসছে হাজার হাজার মৃত জেলিফিশ। এবার ভেসে এলো দুটি বৃহৎ আকৃতির মৃত কচ্ছপ। যার একটির ওজন প্রায় ৪০ কেজি, অন্যটির ওজন ৩৫ কেজি। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম দিকে কচ্ছপ দুটিকে দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু। পরে ডলফিন রক্ষা কমিটি, বনবিভাগ ও ইকোফিশের সমন্বয়ে মাটিচাপা দেয়া হয়।
বাচ্চুর ধারণা, ডিম ছাড়তে কচ্ছপগুলো উপকূলে ফিরে আসতে পারে। তবে শক্ত কোনকিছুর সাথে আঘাত পেয়ে এগুলো মারা গেছে।কচ্ছপ দুটির মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান কেএম বাচ্চু।
ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, মূলত ক’দিন আগে জেলিফিশের আধিক্য বেড়ে যাওয়ার কারণে কচ্ছপ দুটি তীরে আসতে পারে। কারণ কচ্ছপ জেলিফিশ খেতে পছন্দ করে। মারা যাওয়া কচ্ছপ দুটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের বেশি সময় বেঁচে থাকে। একটি কচ্ছপের লেজে আঘাতের চিহ্ন ছিল বলেও জেনেছেন তিনি।
প্রসঙ্গত, গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে কুয়াকাটা সৈকত জুড়ে হাজার হাজার মৃত জেলিফিশের কারণে পর্যটকসহ জেলেদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত এক যুগের তুলনায় এবছর অস্বাভাবিকহারে মৃত জেলিফিশ সৈকতে ভেসে আসছে। কেন প্রতি বছর ঠিক এই সময়টাতেই সৈকতে মৃত জেলিফিশের আবির্ভাব ঘটে সেটি নিয়ে বিভিন্ন দফতর গবেষণা করলেও এর সঠিক কারণ জানা সম্ভব হয়নি।
/এনকে
Leave a reply