ব্যভিচারের জন্য প্রকাশ্যে নারীদের পাথর মেরে হত্যার বিধান ফিরিয়ে আনল তালেবান

|

ব্যভিচারের জন্য নারীদের পাথর মেরে হত্যার বিধান কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি অডিও বার্তায় তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

আফগান মানবাধিকার সংস্থা উইমেনস উইন্ডো অফ হোপের প্রধান ও আইনজীবী সাফিয়া আরেফি বলেছেন যে ঘোষণাটি আফগান নারীদের ৯০’র দশকের তালেবান শাসনের অন্ধকারতম দিনে ফিরিয়ে এনেছে।

তিনি আরও বলেন, তালেবান নেতার এই ঘোষণার মাধ্যমে ব্যক্তিগত শাস্তির একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।

আখুন্দজাদা বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা নারী অধিকারের পক্ষে কাজ করছেন এবং বলেন আমরা পাথর মেরে নারীদের হত্যা করলে এটা নারীর অধিকারের লঙ্ঘন। তাদের উদ্দেশে বলতে চাই, আমরা শিগগিরই ব্যভিচারে লিপ্ত নারীদের শাস্তি কার্যকর করব। ব্যভিচার করলে নারীদের জনসমক্ষে বেত্রাঘাত করা হবে। আমরা তাদের জনসমক্ষে পাথর মেরে হত্যা করব’।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply