সরকার কখনোই ভিন্নমতের সুযোগ দিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (৩০ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
ড. আব্দুল মঈন খান বলেন, বিদেশি শক্তির ওপর নির্ভরতা নয়, জনগণকে সাথে নিয়েই বিএনপি রাজনীতি করে। যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই গণতন্ত্র এখন নেই। এসময় গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন চলবে বলেও জানান তিনি।
মঈন খান আরও বলেন, সরকার বিএনপিকে নিয়ে যে অভিযোগ করছে তার কোনো যুক্তি নেই। সরকার মুখে যে গণতন্ত্রের কথা বলে, বিএনপি সেই গণতন্ত্র ফিরিয়ে আনবে। কেউ ক্ষমতায় বসাবে এই আশায় যদি বিএনপি থাকত, তাহলে দলটি আন্দোলন করতো না বলেও মন্তব্য করেন তিনি।
/আরএইচ
Leave a reply