গাজায় প্রাণ হারিয়েছে রেড ক্রিসেন্টের ২৬ সদস্য

|

ফাইল ফটো

গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে রেড ক্রিসেন্টের ২৬ সদস্যের। এই দাবি করেছে সংগঠনটির ফিলিস্তিন শাখা প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। রোববার (৩১ মার্চ) এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

পিআরসিএসের অভিযোগ, রেড ক্রিসেন্টের লাল জ্যাকেট গায়ে থাকার পরও তাদেরকে হামলার টার্গেট বানানো হয়েছে বহুবার। অসহায় গাজাবাসীর প্রতি মানবিক দায়িত্ব পালনরত অবস্থায়ই হামলা করা হয় তাদের ওপর। জানা গেছে, নিহতদের ১৫ জনই ত্রাণ বিতরণ করতে গিয়ে, বোমার আঘাতে কিংবা গুলিতে নিহত হয়েছেন।

প্রসঙ্গত, ১৯৬৮ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় পিআরসিএস। সেচ্ছাসেবী সংগঠনটি ফিলিস্তিনি জনগণের স্বাস্থ্য ও কল্যাণের জন্য কাজ করে থাকে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply