আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা হাবিব-উন নবী সোহেল

|

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল একাধিক মামলায় আত্মসমর্পণ করলে, আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সকালে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামানের আদালত তিন মামলায় জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে স্বাধীন দেশটাকে আওয়ামী লীগের জমিদারী বানানো হয়েছে। সারাদেশটাই এখন জুলুমের নগরী বলেও বিবৃতিতে জানান তিনি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply