১ রান করে আউট হলেন শান্ত

|

৫, ৬, ১ এক অঙ্কের সংখ্যাগুলো চলতি সিরিজে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তর রান। সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানে লঙ্কানদের বিপক্ষে হারের ম্যাচে হাসেনি অধিনায়কের ব্যাট। চট্টগ্রাম টেস্টেও ধরে রাখলেন সেই ব্যর্থতার ধারাবাহিকতা।

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১১টি বল খেলে টাইগার ক্যাপ্টেন আউট হয়েছেন মাত্র ১ রানে। প্রভাত জয়াসুরিয়ার বলে দিমুথ করুনারত্নের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন তিনি। তাইজুল ইসলাম ও জাকির হোসেনের ৪৯ রানের জুটি ভেঙ্গে গেলে ক্রিজে আসেন শান্ত। অর্ধশতক তুলে জাকির আউট হয়েছেন ৫৪ রানে। ২২ রান করে সাজঘরে ফেরত গেছেন তাইজুল।

উল্লেখ্য, দ্বিতীয় দিনশেষে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫৫ রান। তৃতীয় দিনের প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয়ে পরে টাইগাররা। দিনে ৫০ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তিন ব্যাটারকে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৪ উইকেটের বিনিময়ে ১১৫ রান তুলেছে বাংলাদেশ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply