৬ হাজার বস্তা সরকারি চাল ভর্তি বাল্কহেড ডুবি

|

বাগেরহাট প্রতিনিধি:

ছয় হাজার বস্তুায় ১৭৫ মেট্রিক টন সরকারি চাল নিয়ে মোংলার পশুর নদীর ত্রি মোহনায় ডুবে গেছে একটি বাল্কহেড জাহাজ, তবে এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

রোববার বিকেলে পশুর ও মোংলা নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোংলা নৌ পুলিশের উপপরিদর্শক সৈয়দ ফখরুল ইসলাম।

তিনি বলেন, ঈদ উপলক্ষে গরীব অসহায়দের জন্য খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে চাল নিয়ে মোংলার খাদ্য গুদামের উদ্দেশে যাচ্ছিলো এমভি সাফিয়া।

বাল্কহেডটি মোহনায় পৌঁছালে পেছন দিক থেকে আসা এমভি শাহাজাদা ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গেই ডুবে যায় সোফিয়া। তবে সেখানে থাকা পাঁচজন কর্মকর্তা-কর্মচারী সাঁতরে কূলে উঠে পড়ে।  

পরে সন্ধ্যায় বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল থেকে শাহজাদা কার্গো জাহাজটিকে আটক করা হয়েছে বলেও জানান মোংলা নৌ পুলিশের কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলাম। 

ডুবে যাওয়া বাল্কহেডে থাকা চাল সোমবার থেকেই উদ্ধারের কাজ শুরুর কথা রয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply