আখাউড়া করেসপনডেন্ট:
ভারতের ত্রিপুরার আগরতলা ইমিগ্রেশনের সার্ভার জটিলতার কারণে চরম ভোগান্তিতে পড়েছে ভারত ও বাংলাদেশে ভ্রমণরত অন্তত শতাধিক পাসপোর্টধারী যাত্রী। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার পর থেকে এ জটিলতা শুরু হয় বলে জানায় আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ।
এ ঘটনায় ভারতগামী মেডিক্যাল, স্টুডেন্ট, টুরিস্ট ভিসাধারী শতাধিক পাসপোর্টধারী যাত্রী আখাউড়া ইমিগ্রেশনে আটকা পড়ে। সকাল ১১ টার দিকে মেডিকেল ও স্টুডেন্ট ভিসাধারী যাত্রীসহ যাদের বিমান ধরার শিডিউল রয়েছে তাদের আগরতলা ইমিগ্রেশনে পাঠানোর অনুমতি দেয় কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম জানান, আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিএসএফ এর মাধ্যমে সার্ভার জটিলতার কথা জানায়। সেন্ট্রাল সার্ভার ডাউন হওয়ার কারণে এ সমস্যা তৈরি হয়েছে। এতে আখাউড়ায় আটকা পড়েছেন প্রায় শতাধিক যাত্রী।
/এএস
Leave a reply